সোহান নির্বাচকদের সুনজরেই আছেন: ফাহিম

৩ সপ্তাহ আগে
সাদা বলের ক্রিকেটে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন নুরুল হাসান সোহান। অনেক দিন ধরেই নেতৃত্ব দিচ্ছেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সকে। গত দুই মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ পারফর্ম করেছেন সোহান। তবে ভালো পারফর্ম করলেও জাতীয় দলের স্কোয়াডে জায়গা হচ্ছে না এই উইকেটকিপার ব্যাটারের।

ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স, আর গ্লাভস হাতে উইকেটের পেছনেও নির্ভরযোগ্যতা দেখিয়েছেন সোহান। তবুও শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ১৬ সদস্যের ওয়ানডে দলে জায়গা হয়নি ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের। 

 

ভালো পারফর্ম করলেও বরাবরই নির্বাচকদের চোখ এড়িয়ে যাচ্ছেন সোহান। তবে এমনটা মানতে রাজিন নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তার মতে, নির্বাচকদের নজর সোহানের ওপর বেশ ভালোভাবেই আছে। 

 

আরও পড়ুন: ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে রিশাদ, এগিয়েছেন লিটন-ইমন

 

ঘরোয়া ‘এ’ দলের হয়েও বারবারই নিজেকে প্রমাণ করে যাচ্ছেন সোহান। কিছুদিন আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে করেছিলেন ১০৭ রান। আর ওয়ানডে সিরিজেও খেলেছিলেন ১১২ রানের এক ইনিংস। 

 

এ বছরের প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়ে ১১ ম্যাচে করেছেন ৫১২ রান। যার মধ্যে ছিল দুটি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি। ৫৮ গড়ে তার স্ট্রাইক রেট ছিল ৯৩.৫৪। আর গতবারও করেছিলেন ৪৯৫ রান। 

 

এমন পরিসংখ্যানের পরও শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলে জায়গা হয়নি সোহানের। অন্যদিকে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ব্যস্ত সময় পার করছেন সোহান। তবে দেখান বিষয়, আসন্ন পাকিস্তান সিরিজে তাকে দলে ফেরান কি না নির্বাচকরা। 

 

আরও পড়ুন: স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের

 

সোহানের ব্যাপারে ফাহিম বলেন, ‘অবশ্যই সোহান খুবই ভালো ক্যাপ্টেন, খুবই ভালো প্লেয়ার, ভালো লিডার, ভালো মোটিভেটর। আমি সবসময় ওকে খুব হাইলি রেট করি এবং আমি একজন ফ্যানও ওর। দারুণ একজন ক্রিকেটার এবং তার দিকে আমাদের নির্বাচকদের খুব ভালো চোখ আছে।’ 

 

সোহানের জিএসএলে খেলা নিয়ে ফাহিম বলেন, ‘আমি আনন্দিত যে, সে এই টুর্নামেন্টটা খেলছে এবং ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছে সবাই। এটা কিন্তু শুধু ওইখানে না, আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও কাজে আসবে এদের এই অভিজ্ঞতাটা। যেটা আমরা দেখলাম, ওখানে যেসব পারফরম্যান্স আমরা দেখেছি, সেটা আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও এটা খুব কাজে আসবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন