মঙ্গলবার (৭ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব মাত্র ৩৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে দেখা যায়, সিনেমার প্রথম ঝলকেই দেশের দুনীর্তি আর সিন্ডিকেটের আভাস।
সঙ্গে ভেসে ওঠে জাতীয় পতাকা, জাতীয় ফুল সহ দেশের পরিচয় বহন করে এমন কয়েকটি স্থাপনা। ঘড়ির কাটা ঘোরার সাথে সাথে ভিডিওতে প্রতিশোধ নেয়ারও ইঙ্গিত পাওয়া যায়।
প্রথম ঝলকের একেবারে শেষে দেখানো হয় বন্দুকযুদ্ধের চিত্র। এ সময় ভেসে আসে শাকিবের কন্ঠস্বর। সবার উদ্দেশে শাকিবকে বলতে শোনা যায়, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?’
প্রথম ঝলকের ভিডিও প্রকাশ করে শাকিব ক্যাপশনে লেখেন, রিচার্জ এবং প্রস্তুত। এখানে ‘সোলজার’এর প্রথম ঝলক!
নেটিজেনরা ধারণা করছেন, নতুন এ সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন শাকিব।
আরও পড়ুন: আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেল হলেন শাকিব খান
প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর সিনেমা ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ৫ অক্টোবর। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গুঞ্জন উঠেছে, এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে। শাকিব-তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয়ে দেখা যাবে তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমনকে।
আরও পড়ুন: সালমান শাহকে স্মরণ করে কী বললেন শাকিব খান?
]]>