সোমবার বা মঙ্গলবার জিম্মিদের মুক্তি দেয়া হতে পারে: ট্রাম্প

১৬ ঘন্টা আগে
সোমবার বা মঙ্গলবার জিম্মিদের মুক্তি দেয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির পর বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে প্রথম ভাষণে ট্রাম্প এ কথা জানান। এর আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরাইল-হামাস।

মন্ত্রিসভার বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা বাকি সকল জিম্মির মুক্তি নিশ্চিত করেছি এবং সোমবার বা মঙ্গলবার তারা মুক্তি পাবেন। আমরা গাজায় যুদ্ধ শেষ করেছি।’


ট্রাম্প আরও বলেন, তাদের মুক্তি নিশ্চিত করার বিষয়টি একটি জটিল প্রক্রিয়া ছিল। কিন্তু আমরা সোমবার বা মঙ্গলবার জিম্মিদের ফিরিয়ে আনছি, এবং সেটাই সবচেয়ে বড় কথা। 

 

আরও পড়ুন:সামনে এলো গাজা যুদ্ধবিরতি আলোচনার বিরল কিছু মুহূর্ত


এর আগে বৃহস্পতিবার ভোরে ট্রাম্প ঘোষণা করেন, ইসরাইল এবং হামাস গাজায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিরতি এবং ইসরাইলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি।


ফিলিস্তিনের সংগঠন হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার চুক্তি নিয়ে আলোচনা করার জন্য ট্রাম্প হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠক শুরু করেন। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে এটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে।


হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকের উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধবিরতি চুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য মিশর ভ্রমণের পরিকল্পনা করছেন।

 

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, তারা আশা করছে সোমবার জিম্মিদের মুক্তি দেয়া হবে। আটচল্লিশ জন জিম্মিকে ফেরত পাঠানো বাকি, যাদের মধ্যে ইসরাইল বলেছে, তারা বিশ্বাস করে যে ২০ জন এখনও জীবিত।

 

আরও পড়ুন:গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত ইসরাইল-হামাস

 

সূত্র: জিও নিউজ

]]>
সম্পূর্ণ পড়ুন