অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অংশীজনদের মতামত গ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়া এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংলাপে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: শাপলা নয়, এনসিপি-কে যেসব বিকল্প প্রতীকের অপশন দিলো ইসি
সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক গণমাধ্যমকে জানান, প্রায় ৪০ জনের বেশি গণমাধ্যম ব্যক্তিত্ব এই সংলাপে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনকে নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে সংলাপ করছে কমিশন। গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে প্রথম দিনের সংলাপ অনুষ্ঠিত হয়।
সূত্র: বাসস