বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম সৈকতের মেরিন পাক পয়েন্ট দিয়ে ১৩২টি কাছিমের ছানাগুলো সাগরে অবমুক্ত করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন ‘আমার সেন্ট মার্টিন’ নামের সামাজিক সংগঠনের সমন্বয়ক আলী হায়দার।
এসব কাছিমছানা সাগরে ছাড়ার সময় উপস্থিত ছিলেন-আয়াতউল্লাহ খোমেনি, পরিবেশ অধিদপ্তর কর্মী আব্দুল আজিজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন: কক্সবাজারে গুলিতে লবণচাষি নিহত, দুটি অস্ত্র উদ্ধার
ইউএনডিপির সূত্র জানায়, ইউএনডিপি ও পরিবেশ অধিদপ্তর দুই বছর ধরে স্বেচ্ছাসেবী সংগঠন আমার সেন্ট মার্টিনের সহযোগিতায় মেরিন পার্ক হ্যাচারিতে ফুটানো কাছিমছানা সাগরে অবমুক্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত ২জন ডিম সংগ্রহকারীর মাধ্যমে ২৭টি মা কাছিমের ৩হাজার ৩১৬টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত এসব ডিম থেকে ফুটানো ১ হাজার ৪২১টি কাছিমছানা কয়েক ধাপে সাগরে অবমুক্ত করা হয়েছে।