সুপার ওভারে সূর্যবংশীকে না খেলানোর ব্যাখ্যা দিলেন ভারতীয় অধিনায়ক

৬ মিনিট আগে
বয়স মাত্র ১৪ বছর হলেও ব্যাট হাতে বৈভব সূর্যবংশী কতটা বিধ্বংসী সে প্রমাণ পাওয়া গিয়েছিল এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রথম ম্যাচেই। মাত্র ৪২ বলে ১৪৪ রানের ইনিংস খেলে সবাইকে চমকে দিয়েছিল এ কিশোর। সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষেও ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছিল। কিন্তু এরপরও কেন তাকে সুপার ওভারে নামানো হয়নি?

সে প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন ভারত ‘এ’ দলের অধিনায়ক জিতেশ শর্মা। তিনি জানান, সূর্যবংশী কিংবা আরেক ওপেনার প্রিয়াংশ আর্য পাওয়ার-প্লে’র খেলোয়াড়। সুপার ওভারে তারা অতটা কার্যকর হবে না ভেবেই আশুতোষ ও রমনদীপ সিংকে নিয়ে পরিকল্পনা সাজান তিনি।

 

জিতেশ বলেন, ‘ওরা (বৈভব এবং প্রিয়াংশ আর্য) পাওয়ার প্লে-তে খেলার ব্যাপারে দক্ষ। কিন্তু ডেথ ওভারে (শেষের দিকের ওভার) আমি, আশু (আশুতোষ শর্মা) এবং রমন (রমনদীপ সিং) চালিয়ে খেলতে পারি। তাই সুপার ওভারে তিন ব্যাটারকে নামানোর সিদ্ধান্ত দলের এবং আমার ছিল।’

 

আরও পড়ুন: চরম নাটকীয়তার ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

 

তবে তাদের পরিকল্পনা কোনো কাজেই আসেনি। শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ওভারের খেলা টাই হওয়ার পর ব্যাট হাতে নেমেছিলেন জিতেশ ও রমনদীপ। লাল সবুজদের হয়ে বল করতে আসা রিপন মণ্ডলের প্রথম বলেই বোল্ড হন তিনি। ব্যাট করতে নেমে পরের বলেই ক্যাচ তুলে দেন আশুতোষ। দুটি বলেই ইয়র্কার লেংথে করেছিলেন রিপন। সুপার ওভারের নিয়মে ২ উইকেট পড়লে আর ব্যাটিং করার সুযোগ থাকে না। তাই পরের চার বল আর খেলতে পারেনি ভারত। মাত্র ১ রানের সহজ লক্ষ্য পেয়ে জয় তুলে নেয় টাইগাররা। নিশ্চিত করে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনাল।

]]>
সম্পূর্ণ পড়ুন