কর্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির মামলার সাক্ষ্যগ্রহণ চলছে

৩ সপ্তাহ আগে ২৬
জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালেই এ মামলায় সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।


এর আগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের পাশাপাশি প্রথম সাক্ষীর সাক্ষ্য ও জেরা সমাপ্ত হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ আমির হোসেন। পরে তাকে জেরা করেন আইনজীবীরা।


 

আরও পড়ুন: যে কোনো মূল্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ট্রাইব্যুনাল চেয়ারম্যান

 

এদিকে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।


এর আগে গত ১৪ অক্টোবর এ মামলায় হানিফসহ চার জনকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।গত ৬ অক্টোবর হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।
 

]]>
সম্পূর্ণ পড়ুন