বাটলারের পুরুষ দলের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ফাহাদ করিম

১০ মিনিট আগে
এশিয়ান কাপ পর্যন্ত নারী ফুটবল দলের দায়িত্বে থাকবেন পিটার বাটলার। পুরুষ দলের কোচ হিসেবে তাকে নিয়ে উঠা গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। এদিকে, নারী দলের ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ও টিকিটের মূল্য চূড়ান্ত করেছে বাফুফে।

বাংলাদেশ-ভারত ম্যাচ ও হামজা শমিতদের নিয়ে উন্মাদনায় অনেকটা আড়ালেই ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়া। ভারত ম্যাচ শেষ হওয়ায় এবার নারী ফুটবলের এশিয়ান কাপের প্রস্তুতির দিকে মনোযোগ দিতে চায় বাফুফে।

 

মিশন অস্ট্রেলিয়ার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে প্রথমবারের মতো উয়েফা সদস্য দল আজারবাইজানের সঙ্গে ম্যাচ খেলবে আফঈদা খন্দকারের দল। এরই মধ্যে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর পেয়েছে বাফুফে। চূড়ান্ত হয়েছে ম্যাচের টিকিটের মূল্যও। এবার নারীদের জন্য থাকছে আলাদা জোন।

 

এ বিষয়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘একটি জোন আমরা নারী সমর্থকদের জন্য রাখব। এটার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। রবিবার থেকে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। প্রাথমিকভাবে টিকিটের মূল্য নিয়ে আমাদের আলোচনা হয়েছে। মার্কেটিং বিভাগকে বলেছি গ্যালারির জন্য টিকিটের মূল্য ১০০ টাকা রাখতে। অন্যান্যটা তাদের উপর ছেড়ে দিয়েছি।’

 

আরও পড়ুন: ভারতকে হারানো বাংলাদেশ ৯ বছরের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে

 

এদিকে সামাজিক মাধ্যমে কোচ পিটার বাটলারকে নিয়ে উঠেছে গুঞ্জন। এই কোচকে নাকি নিয়োগ দেওয়া হতে পারে পুরুষ দলের কোচ হিসেবে। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাফুফে সহ-সভাপতি। এশিয়া কাপ পর্যন্ত নারী দলের দায়িত্বেই থাকছেন পিটার।

 

ফাহাদ করিম বলেন, ‘পিটার বাটলারের সঙ্গে আমাদের চুক্তি নারী দলের প্রধান কোচ হিসেবে। এশিয়ান কাপ পর্যন্ত উনি তো আছেনই। তারপরে কী হবে, সেটা এখন বলতে পারছি না আমি। মিশন অস্ট্রেলিয়ার আমাদের যে পুরো প্রস্তুতি, সেটা আমরা তার নির্দেশনায় করছি।’

 

এদিকে, ২২ ও ২৪ তারিখে জাতীয় স্টেডিয়ামে আয়োজন হওয়ার কথা রয়েছে নেপালের বিপক্ষে রাগবি ম্যাচ। তবে বিষয়টি অবগত ছিল না বাফুফে। ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ভেন্যু পেতে আশাবাদী ফেডারেশন। নারী দলের ম্যাচ নিয়ে আগে থেকেই এনএসসিকে দেওয়া হয়েছে চিঠি।

 

ফাহাদ করিম বলেন, ‘রাগবির ব্যাপারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে যখন আমাদের জানানো হয়েছিল। তখন কিন্তু আমরা বাফুফের দপ্তর থেকে চিঠি দিয়েছিলাম। গতকালও তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। যেহেতু ফিফা প্রীতি ম্যাচ, আমাদেরকে দুদিন আগে থেকে মাঠ একদম পরিষ্কার রাখতে হয়। ২৬ তারিখ যেহেতু আমাদের প্রথম ম্যাচ, ২৪ তারিখ থেকেই আমাদের মাঠ সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে। রাগবির মতো যখন খেলা হয়, তখন স্বাভাবিকভাবে মাঠে একটু চাপ পড়ে।’

 

আরও পড়ুন: রোমানিয়ান ক্লাবের নজরে তারিক কাজী

 

এদিকে, আগামী রোববার (২৩ নভেম্বর) দেশে আসবেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। ২৬ তারিখ থেকে শুরু হবে মালয়েশিয়া, আজারবাইজন ও বাংলাদেশ নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট।

]]>
সম্পূর্ণ পড়ুন