শনিবার (২২ মার্চ) সকাল সাতটায় আগুনের সূত্রপাত হয়। আগুন যাতে আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে, সে জন্য চারপাশে ফায়ার লাইন কেটে ফেলা হয়েছে।
ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে কি না, তা নিশ্চিত নয়, কারণ মূল এলাকা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নতুন করে ধোঁয়া দেখা যাচ্ছে।
এ ঘটনায় বন বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কীভাবে আগুন লেগেছে এবং এর প্রকৃত কারণ নির্ধারণ করতে কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
আরও পড়ুন: সুন্দরবনে আগুন লেগেছে আজ, নেভানোর কাজ শুরু হবে কাল!
উল্লেখ্য, আগুন লাগার পরপরই দ্রুত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছিল। বন বিভাগ জানায়, আগুনের বিস্তার ঠেকাতে আগেই ফায়ার লাইন কাটা হয়েছে। তবে পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজে দেরি হয়েছে।
সুন্দরবন সুরক্ষায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. লায়ন ফরিদুল ইসলাম বলেন, ‘শুষ্ক মৌসুমে সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। বন সংলগ্ন এলাকার মানুষকে আরও সতর্ক হতে হবে, পাশাপাশি কর্তৃপক্ষেরও নজরদারি বাড়ানো জরুরি।’
]]>