সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিলেন দুই যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
আরও পড়ুন: মাইক্রোর ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সেনা সদস্য নিহত
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুই আরোহীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহতদের পরিচয় শনাক্ত ও পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান ওসি।