সিলেটে প্রশাসনের আশ্বাসে পরিবহন ধর্মঘট স্থগিত

২ সপ্তাহ আগে
পাথর কোয়ারি চালুসহ ৫ দফা দাবিতে সিলেটে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রশাসনের আশ্বাসে স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের বৈঠকে দাবি বিবেচনার আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়।

 

সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হক বলেন, ‘পরীক্ষার্থী ও বিদেশগামী যাত্রীদের দুর্ভোগ লাঘবে এবং প্রশাসনের অনুরোধে ধর্মঘট স্থগিত করা হয়েছে।’

 

বিভাগীয় কমিশনার বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি শুনেছি। তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তারা সিদ্ধান্ত নেবেন।’

 

বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও পরিবহন নেতারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যসেবা বন্ধের আলটিমেটাম

 

এর আগে শনিবার থেকে পণ্যবাহী পরিবহনের ৭২ ঘণ্টার ধর্মঘট শেষে আশানুরূপ সমাধান না পাওয়ায় সোমবার পরিবহন মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন।

 

ধর্মঘটের ফলে মঙ্গলবার সকাল থেকে সিলেটজুড়ে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

 

ধর্মঘটের কারণে কদমতলী বাস টার্মিনাল ছিল যাত্রীশূন্য। কাউন্টারগুলো বন্ধ থাকায় হতাশ হয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে। কেউ কেউ বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশা বা বিকল্প উপায়ে গন্তব্যে রওনা দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন