মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা শুরুর আগে এসব কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, খসড়া দেয়া হয়েছে। আজ বা কাল প্রাথমিকপর্যায়ের ঐক্যমতের খসড়া পৌঁছে দেয়া হবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে যে সব বিষয় একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে।