সোমবার (২৮ জুলাই) গভীর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম পটুয়াখালীর দশমিনা থানার বেতাগী এলাকার বাসিন্দা মানিক শিকদারের ছেলে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় ভুল রেজিস্ট্রেশন নম্বর লেখায় হতাশা, বিষপানে প্রাণ গেল তনুর
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আজাদুর রহমান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস বরইতলা এলাকায় মেঘাফুড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক রফিকুল ইসলাম মারা যান।
আহত অন্তত ১৫ যাত্রীকে স্থানীয়ভাবে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত চালকের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে বলে জানান সার্জেন্ট আজাদুর রহমান।
]]>