গ্রেফতাররা হলেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. অরব আলীর ছেলে মো. মাছুম রহমান, সিলেটের মোগলাবাজার থানার নিজ জালালপুর এলাকার মুছাব্বির আলীর ছেলে জুয়েল আহমদ এবং বালাগঞ্জ থানার দতপুর এলাকার মহিব আলীর ছেলে আয়নুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। মামলায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: মামুনকে গুলি করে হত্যা: দুই শুটারসহ গ্রেফতার ৫
এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·