সিলেট সীমান্তে ধরা পড়ল কোটি টাকার চালান

৬ দিন আগে
সিলেট সীমান্ত থেকে বিপুল সংখ্যক চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকা দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলা এবং বাংলাবাজার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

 

বুধবার (৬ আগস্ট) বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা ভারতীয় সানগ্লাস, বিভিন্ন প্রকার ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী কিটক্যাট চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয়।

আরও পড়ুন: শেরপুর সীমান্তে মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ 

আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার সাতশত পঁচিশ টাকা। 


এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি  আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন