সিলেট যাওয়ার আগে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেটাররা, আলোচনার বিষয় কী?

২১ ঘন্টা আগে
এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে গত কয়েকদিন ধরে অনুশীলনে বেশ ঘাম ঝরিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ৬ আগস্ট শুরু হওয়া ফিটনেস ক্যাম্প চলেছে ১৪ তারিখ পর্যন্ত। গত ৩ দিন ধরে হয়েছে স্কিল ট্রেনিং।

আজ (১৮ আগস্ট) পূর্বনির্ধারিত অনুশীলন সেশন থাকলেও সেটা গতকালই বাতিল করা হয়েছে। আগামীকাল সন্ধ্যায় সিলেটের বিমান ধরবেন লিটন দাস-নাজমুল শান্তরা। তার আগের দিন ক্রিকেটারদের একটু বিশ্রামে রাখতেই আজকের অনুশীলন বাতিল করা হয়েছে।

 

আগামীকাল ঢাকা ছাড়ার আগে অবশ্য ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেটাররা। সকাল দশটায় রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। আজই দেশে ফেরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও থাকবেন সেখানে।  

 

যতটুকু জানা গেছে, এশিয়া কাপের আগে দলের প্রস্তুতি এবং অবস্থান নিয়ে খোঁজখবর নেবেন বোর্ড কর্তারা। ক্রিকেটারদের সমস্যা এবং চাহিদা নিয়েও হতে পারে আলোচনা। এসময় বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হতে পারে ক্রিকেটারদের। 

 

আরও পড়ুন: বিশেষ ব্যাট দিয়ে পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড, কার্যকারিতা সম্পর্কে জানালেন জাকের

 

আগামী ২৯ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বাংলাদেশের। এই সিরিজ এবং এশিয়া কাপ এশিয়া কাপ সামনে রেখে লাক্কাতুড়ায় ক্যাম্প করবে লিটন দাসের দল। এর আগে ঢাকায় ৩ দিন স্কিল ট্রেনিং করেছে টাইগাররা। স্কিল ট্রেনিংয়ের আগে সপ্তাহখানেক চলেছে ফিটনেস ক্যাম্পও। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন