সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

৩ সপ্তাহ আগে
হার দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় লিটনরা, বড় জয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। তাই শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী।

বুধবার (১৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। 

 

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আলোচনায় বাংলাদেশের একাদশ। কেননা গেল ম্যাচে ব্যর্থ ছিলেন ওপেনাররা, ফলে টপ অর্ডারে পরিবর্তন আসবে কি না, তা নিয়েও ছিল আলোচনা। তবে সেই সম্ভাবনা খুবই কম। কারণ দুই তরুণ ওপেনারকেই সময় দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট।   

 

আরও পড়ুন: স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের

 

আজ একাদশে তেমন কোনো পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গে ব্যাটিংয়ে নামতে পারেন পারভেজ হোসেন ইমন। এ ছাড়া লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিকের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। 

 

আগের ম্যাচে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ভালো বোলিং করেছিলেন। সেক্ষেত্রে তারা দুজনে আজকে একাদশে থাকবেন এটা প্রায় নিশ্চিত। অন্যদিকে মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব ও রিশাদও থাকবেন একাদশে। 

 

আরও পড়ুন: বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান দল

 

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ): তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। 

 

শ্রীলঙ্কা (সম্ভাব্য একাদশ): পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরে ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।

]]>
সম্পূর্ণ পড়ুন