সিরাপ খেয়ে ২ শিশুর মৃত্যু, নিরাপদ প্রমাণ করতে গিয়ে অচেতন চিকিৎসকও!

১ সপ্তাহে আগে
ভারতের রাজস্থানে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরবরাহ করা কাশির সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু ও অন্তত ১০ শিশুর অসুস্থতার খবর পাওয়া গেছে। পরে সিরাপটির নিরাপত্তা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়লে এক চিকিৎসক ও আরেক অ্যাম্বুলেন্স চালক সেটি খেয়ে অচেতন হয়ে পড়েন।

রাজস্থানের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, কেসন ফার্মা নামের একটি কোম্পানি রাজ্য সরকারের জন্য যে জেনেরিক কাশির সিরাপ তৈরি করেছিল, তাতেই এই দুর্ঘটনা ঘটে। সিরাপে ডেক্সট্রোমেথরফান হাইড্রোব্রোমাইড নামক যৌগ রয়েছে।

 

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজ্যের সিকার জেলায় ৫ বছরের নিখিল এবং ভরতপুরে ২ বছরের সম্রাট কাশির জন্য ওই সিরাপ খাওয়ার পর মারা যায়। এর মধ্যে নিখিল রাতে সিরাপ খাওয়ার পর ঘুম থেকে আর ওঠেনি। আর সম্রাটের সঙ্গে আরও দুই শিশু একই ওষুধ খেয়ে ঘণ্টার পর ঘণ্টা অচেতন হয়ে ছিল, তবে পরে তারা সুস্থ হয়েছে। কিন্তু সম্রাট মারা যায়।

 

আরও পড়ুন: টার্গেট করা ছাত্রীদের আলাদা ঘরে রাখতেন ‘দিল্লি বাবা’!

 

অভিভাবকদের অভিযোগে, ভরতপুরের বায়ানায় কমিউনিটি হেলথ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. তরাচাঁদ যোগী ওষুধের নিরাপত্তা প্রমাণে নিজেই সিরাপটি খেয়েছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। তার সঙ্গে সিরাপ খাওয়া এক অ্যাম্বুলেন্স চালকও অচেতন হয়ে পড়েন।

 

রাজ্য সরকারের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং কেসন ফার্মা নামের কোম্পানির সরবরাহ আপাতত বন্ধ করা হয়েছে।

 

সূত্র: এনডিটিভি
 

]]>
সম্পূর্ণ পড়ুন