সিরাজগঞ্জে ভিক্ষুকের কাছে মিলল দুই বস্তা টাকা

১৮ ঘন্টা আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়া এলাকায় এক বৃদ্ধা ভিক্ষুকের কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার হয়েছে। এ খবরে পুরো এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য।

বৃহস্পতিবার দুপুরে মাছুমেুর পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুল মাঠে স্থানীয়রা সেই টাকা গুনতে বসেন।


স্থানীয়রা জানান, প্রায় ৬৫ বছর বয়সী মোছা. সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ কওমি জুট মিলের পরিত্যক্ত বারান্দায় বসবাস করতেন। নিজের প্রয়োজনেও কখনো অর্থ খরচ করতে দেখা যেত না তাকে।


সালেয়া বেগমের একমাত্র মেয়ে মোছা. শাপলা খাতুন বলেন, ‘মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই থাকতেন। সে জায়গাতে থাকতো তার সেই থাকার জায়গা থেকে দুই বস্তা টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছেই আছি। এই টাকা দিয়েই মায়ের চিকিৎসা করাব।’

আরও পড়ুন: সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে কিশোরকে ছুরিকাঘাত, আটক ১

তার জামাতা রিকশাচালক শহিদুল ইসলাম জানান, ‘কয়েকদিন ধরে আমার শাশুড়ি অসুস্থ ছিলেন। আমি বলেছিলাম চিকিৎসা করাতে, কিন্তু তিনি কখনো বলেননি তার কাছে কত টাকা আছে। আজ এলাকাবাসী গিয়ে বারান্দার নিচ থেকে টাকা বের করেছে। এখন সবাই মিলে গুনছে।’


স্থানীয় যুবক শাহিন বলেন, ‘আমি চা খাচ্ছিলাম, তখন দেখি রিকশায় করে দুই বস্তা টাকা আনা হচ্ছে। সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেন। কেউ জানত না তার কাছে এত টাকা আছে। আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার মতো হতে পারে।’


টাকা গোনার কাজ চলমান থাকায় টাকার সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। তবে বৃদ্ধা ভিক্ষুকের এই গোপন সঞ্চয় এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন