এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলেপ আহমেদ (৫০) নামে একজনকে আটক করেছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বলভা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের বাসিন্দা লাবু হোসেনের ছেলে মোস্তাকিমের সঙ্গে কথা কাটাকাটি হয় আবু তালেব, আলেপ আহমেদ ও মোন্নাফ হোসেনের। এরই এক পর্যায়ে তারা মোস্তাকিমের গলায় ও শরীরের ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মোস্তাকিমকে উদ্ধার করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
এ সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, তারা আলেপ আহমেদকে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলেপকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।