রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর ৬নং ওয়ার্ডের আবুল হোসেন দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘর থেকে নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: রাতে স্বামী-স্ত্রীর ‘ঝগড়াঝাটি’, সকালে পাওয়া গেল গৃহবধূর মরদেহ
নিহতরা হলেন- রুবেল আহমেদ, তার স্ত্রী সনি আক্তার ও তাদের ৬ বছরের শিশু কন্যা জমিলা। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: পারিবারিক কলহে স্বামী-স্ত্রীর গ্যাস ট্যাবলেট সেবন, কেউই বাঁচলেন না
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।