রোববার (৯ মার্চ) সকাল ১০টার পরে আসামিদের কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে হাজির করা হয়।
অন্য আসামিরা হলেন: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, ওসি মশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাবেদ ইকবাল এবং ওমর আলী।
আরও পড়ুন: কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে মামলা
এর আগে বিভিন্ন সময়ে ওই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১০ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
আরও পড়ুন: জুলাই-আগস্ট গণহত্যা: পুলিশের সাবেক ৫ কর্মকতা ফের কারাগারে
জুলাই-আগস্টে উত্তরা এলাকায় দুই শতাধিক ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় সম্পৃক্ততা আছে সাবেক মেয়র আতিকসহ অন্য আওয়ামী লীগ নেতাদের।
]]>