‘সাতটি নতুন, সুন্দর’ বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প

৩ দিন আগে
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সংক্ষিপ্ত সামরিক উত্তেজনার সময় সাতটি সুন্দর বিমান ভূপাতিত হয়েছে। সেই সময় ভারত-পাকিস্তানের সংক্ষিপ্ত সংঘাত শেষ করার দাবিও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।


মঙ্গলবার (২৮ অক্টোবর) জাপানে ব্যবসায়ী নেতাদের সামনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। 

 

এ সময় বিশ্বজুড়ে যুদ্ধ এবং সংঘাতের অবসান ঘটানোর জন্য কূটনৈতিক হাতিয়ার হিসাবে বাণিজ্য ও শুল্ক ব্যবহার করার জন্য নিজেকে কৃতিত্বও দেন মার্কিন প্রেসিডেন্ট।

 

আরও পড়ুন:সমাধান ছাড়াই শেষ পাক-আফগান শান্তি আলোচনা, এখন কী হবে?

 

ট্রাম্প জাপানের ব্যবসায়ী নেতৃবৃন্দের সামনে বলেন,  বেশির ভাগ সংঘাত তিনি দেশগুলোর ওপর শুল্ক আরোপের মাধ্যমে বন্ধ করতে সক্ষম হন। একে বিশ্বের জন্য তিনি একটি দুর্দান্ত কাজ বলেও উল্লেখ করেন।


ট্রাম্প বলেন, আপনি যদি ভারত এবং পাকিস্তানের দিকে তাকান, তারাও এর মধ্য দিয়ে গেছে। সাতটি নতুন, সুন্দর বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।


ট্রাম্প জানান তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, যাকে তিনি ‘খুব সুন্দর মানুষ, খুব ভাল মানুষ এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন যে, আপনারা যুদ্ধ বন্ধ না করলে আমরা কোনো বাণিজ্য করব না।


ট্রাম্প বলেন, ‘আমরা বলেছিলাম, না। আপনি যদি লড়াই করেন তবে আমরা কোনো চুক্তি করছি না এবং ২৪ ঘন্টার মধ্যে এটি শেষ হয়ে গেল। আসলে এটি আশ্চর্যজনক ছিল। আমি মনে করি যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে বাণিজ্য ৭০ শতাংশ কাজ করেছে।’


এর আগে মে মাসে দুই পারমাণবিক অস্ত্রধারী দক্ষিণ এশীয় দেশ চার দিনের সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ১০ মে ট্রাম্পের মধ্যস্ততায় সেই সংঘাতে বিরতি হয় বলে দাবি করেন ট্রাম্প।

 

আরও পড়ুন:মিয়ানমারের নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে জাতিসংঘ মহাসচিবের সংশয়

 

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন যে, তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে একটিসহ যাকে তিনি ‘চুক্তি ও বাণিজ্য’ বলে অভিহিত করেছেন তার মাধ্যমে এ পর্যন্ত আটটি যুদ্ধ প্রতিরোধ করেছেন।

 

সূত্র: আনাদোলু

]]>
সম্পূর্ণ পড়ুন