মাছের ঘেরের বাঁধের চারদিকে রোপণ করা হয়েছে নানা জাতের শাক-সবজি। মাচায় ঝুলছে লাউ, করলা, শিম, চিচিঙ্গা, বরবটি কুমড়াসহ নানা ধরনের সবজি। একই জমিতে মাছ এবং সবজি চাষ নতুন সম্ভাবনা তৈরি করেছে। এতে একদিকে যেমন চাষিদের আয় বাড়ছে, অন্যদিকে পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত হচ্ছে।
সাতক্ষীরার গ্রামীণ জনপদে এখন মৎস্য ঘেরের বেড়ি কেবল মাছের খামার নয়; যেন নতুন সম্ভাবনার সবুজ বাগান। সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘেরের চারপাশে বীজ ফেলে চারা লাগিয়ে করা হচ্ছে সবজির চাষ। কোথাও আবার প্লাস্টিকের সুতা টেনে নেটের মতো ছাউনি তৈরি করে ঝুলিয়ে রাখা হয়েছে লাউ, করলা, শিম, উচ্ছে, চিচিঙ্গা, বরবটি আর কুমড়ার মতো নানা প্রজাতির সবজি। সবুজে ঘেরা সেই বেড়িবাঁধ এখন যেন একেকটা প্রাকৃতিক টানেল, যা দেখলেই চোখ জুড়াবে।
চাষিরা বলছেন, ঘেরের বেড়িবাঁধে সবজির চাষে এখন মিলছে স্বস্তি ও নিশ্চয়তা; আগের মতো ক্ষতির ভয় আর নেই। বরং এবার বাজারে সবজির ভালো দাম মিলছে। সাতক্ষীরা সদর উপজেলার কৃষক রহমত গাজী জানান, ‘আগে শুধু মাছ চাষ করতাম, এখন ঘেরের বেড়িবাঁধে ক্ষিরাই, উচ্ছে, লাউ চাষ করি। মাছ বিক্রি হয়, সবজিও বিক্রি হয়। আয়ও বেড়েছে, ক্ষতির ভয়ও আর নেই।’
আরও পড়ুন: ছয় মাসে বিঘাপ্রতি লাভ ৭০ হাজার টাকা, পানিফল চাষে ঝুঁকছেন সাতক্ষীরার চাষিরা
শ্যামনগর উপজেলার কৃষানি কৃষ্ণা মুন্ডা বলেন, ‘আগে বাজার থেকে সবজি কিনতাম, এখন নিজের ঘেরের বেড়িবাঁধ থেকেই তাজা সবজি তুলে রান্না করি। নিজেদের খাওয়ার পরও বাড়তি সবজি বাজারে বিক্রি করি।’
তাদের দাবি, কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ ও সরকারি সহায়তা পেলে নিজেদের জীবনের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের কৃষি উন্নয়নেও বড় ভূমিকা রাখবে এই নতুন চাষপদ্ধতি।
কৃষি বিভাগ জানিয়েছে, মৎস্য ঘেরের বেড়িতে সবজির চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ঘেরের বেড়িতে এই চাষের ফলে বর্ষা মৌসুমে সবজির চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। ঘেরের বাঁধগুলো সামান্য প্রশস্ত করে সবজির চাষ করা গেলে, সেই সবজির বিক্রির আয় দিয়েই ঘেরের সব খরচ উঠে আসবে; আর উৎপাদিত মাছের টাকা থাকবে সম্পূর্ণ লাভ হিসেবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর সাতক্ষীরায় ঘেরের বেড়িতে সবজি চাষ হয়েছে ৯৪০ হেক্টর জমিতে। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৮ হেক্টরে। অর্থাৎ এক বছরের ব্যবধানে এই চাষ বেড়েছে এক হাজার ৯৮ হেক্টর জমিতে-যা সম্ভাবনাময় কৃষি ব্যবস্থার এক উজ্জ্বল উদাহরণ।
]]>
১ সপ্তাহে আগে
৫







Bengali (BD) ·
English (US) ·