শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন: মো. আবদুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আবদুল জলিল (৫৫), আবুল বশর খান (৬৫), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪৫)।
আরও পড়ুন: মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা, হেলপার নিহত
চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত জানান, আহতদের মধ্যে আবুল বশর খানের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। অন্যদের শরীরের ১৫ থেকে ৩৫ শতাংশ পুড়েছে। তিনি বলেন, ‘দগ্ধ আটজনকেই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের সবার চিকিৎসা চলছে।’
]]>