সাতক্ষীরায় পুড়ে ছাই ৩ দোকান

২ সপ্তাহ আগে
সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা বাজারে আগুনে তিনটি দোকানের ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে । তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

রোববার (১৯ অক্টোবর ) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর বাদামতলা বাজারের দোকানে আগুন লাগে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বাজারের তিনটি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

 

এরমধ্যে আলমগীর হোসেনের আথি এন্টারপ্রাইজ, জাকির হোসেনের আছিয়া এন্টারপ্রাইজ ও আনিছুর রহমানের আনিছুর মটরস্ পুরোপুরি ভাবে পুড়ে ছাই হয়ে যায়। এসব দোকানে ছিল সার, কীটনাশক, অ্যালুমিনিয়াম ও মটরের জিনিসপত্র।

 

আরও পড়ুন: সাতক্ষীরায় ১০৮ হারানো মোবাইল ও সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার

 

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নূরুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেল সাড়ে তিনটায় ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় এক ঘণ্টা সময় লাগে।  আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানা যায়নি। তবে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হতে পারে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন