সাক্ষাৎকারে সাপ নিয়ে কথা বলার সময় ফণা তুলে তেড়ে এলো বিষধর সাপ!

১৮ ঘন্টা আগে
একের পর এক সাপ বিচরণ করার পর ঝালকাঠির একটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বুধবার (৮ অক্টোবর) একসঙ্গে ৫টি সাপের ধরা পড়ার পর বৃহস্পতিবার (৯ অক্টোবর) আরও সাপ দেখা গেছে। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের করুয়াকাঠী কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, জরাজীর্ণ ক্লিনিকটি বন্ধ। মেঝে ও বাথরুমে বুধবার ৫টি জাত সাপ দেখতে পেয়ে ‎ক্লিনিকটিতে দায়িত্বরত হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম চিৎকার করেন। পরে স্থানীয়রা এসে ৫টি সাপ মেরে ফেলেন।

 

এদিকে সময় সংবাদের প্রতিবেদকের ক্লিনিকে যাওয়ার খবর জানতে পেরে দুপুর ১২টার সময় সিএইচসিপি মারজিয়া খানম ঘটনাস্থলে ছুটে আসেন । ক্লিনিকটির বন্ধ দরজার সামনে এসে মারজিয়া উৎকণ্ঠা নিয়ে সময় সংবাদের প্রতিবেদককে বলেন, ‘এর আগেও বেশ কয়েক বার এই বিষধর জাত সাপ দেখেছি। এবার একদম পায়ের কাছ দিয়ে গেছে। ৫টি সাপ মেরে ফেলা হলেও এরমধ্যে আরও সাপ আছে। সাপ দূর করা না হলে আমি এখানে বসতে পারব না। তাই ক্লিনিক বন্ধ।’

 

এদিকে সময় টেলিভিশনের ক্যামেরার সামনে সাক্ষাৎকারে এ কথা বলার সময় ক্লিনিকের ভেতর থেকে হঠাৎ একটি কুচকুচে কালো রঙের মাঝারি আকারের সাপ বেরিয়ে আসে। ফোঁস ফোঁস শব্দ করে সাপটি ফণাও তোলে। এসময় স্থানীরা সাপ সাপ বলে হৈ চৈ করলে একটি বন্ধ দরজার নিচে ঢুকে যায় সাপটি।

 

আরও পড়ুন: গাইবান্ধায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

 

এসময় সিএইচসিপি মারজিয়া বলেন, ‘কইছি না ওই দেহেন সাপ সাপ!’ বলে ভয়ে কাঁপতে কাঁপতে কেঁদে ফেলেন মারজিয়া। গত ১৪ বছর ধরে এমন ভয়ানক পরিবেশে তাকে গ্রামবাসীকে স্বাস্থ্যসেবা দিয়ে আসতে হয়েছে বলেও জানান মারজিয়া।

 

এদিকে সাপের উপদ্রবে ক্লিনিকটি বন্ধ থাকায় বিপাকে পড়েন স্থানীয়। ক্লিনিকে চিকিৎসা নিতে আসা বৃদ্ধা পারুল বেগম বলেন, ‘জ্বর-কাশ ওইছে, একটু ওষুধ নেতে পারলাম না। ক্লিনিকটা বন্ধ ওইলে মোরা যামু কই?’

 

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবু বকর হাওলাদার বলেন, প্রায় ২৫ বছর হয়েছে ক্লিনিকটি নির্মাণ করা হয়েছে। এরপর সরকারিভাবে আর মেরামত হয়নি। ফ্লোর, ছাদসহ বিভিন্ন স্থানে চরম জরাজীর্ণ অবস্থা। মেঝেতে অসংখ্য গর্ত তৈরি হয়েছে।

 

সেখানে জাত সাপ বাসা বেঁধেছে জানিয়ে সাবেক ইউপি সদস্য বলেন, ‘জেলা হাসপাতাল অনেক দূরে। তাই এই ক্লিনিকটির ওপর আশপাশের ৫/৭টি গ্রামের মানুষ ভরসা করে আসছেন। ক্লিনিকটি বন্ধ থাকলে আমরা বিপদে পড়ে যাব।’

 

আরও পড়ুন: চাঁদপুরে বিষধর সাপের কামড়ে প্রবাস ফেরত যুবকের মৃত্যু

 

এ ব্যাপারে ঝালকাঠি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদ বলেন, ‘জেলার ৯৩টি ক্লিনিকের বেশির ভাগই জরাজীর্ণ। আমরা সংস্কারের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। তবে কোনো বরাদ্দ এখনও হয়নি।’

 

সাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই একটি নয় আরও ১০/১২টি ক্লিনিকে সাপের আশ্রয়ের ঘটনা ঘটেছে। সে ব্যাপারে আমরা স্থানীয়দের সহায়তা নিয়ে সমস্যা সমাধানে চেষ্টা করছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন