সাংবিধানিক রক্ষাকবচ হবে দ্বিকক্ষ সংসদ: আখতার হোসেন

১ দিন আগে
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা সাংবিধানিক রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

 

আরও পড়ুন: ৮০ শতাংশ ঐকমত্য তৈরি হয়েছে: রাশেদ খান

 

এনসিপির সদস্য সচিব বলেন, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের ভোটে সংবিধান সংশোধন দেশের মানুষকে ভুগিয়েছে। পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয় একমাত্র আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে। বাংলাদেশে স্বৈরশাসন চলে আসা এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করা সম্ভব হয়েছে এ শাসন পদ্ধতিতে। পিআর পদ্ধতিতে ভোটের মাধ্যমে এর অবসান সম্ভব।

 

আরও পড়ুন: নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: তুষার

 

আখতার হোসেন বলেন, কোনো দল যদি নিম্ন কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়ও, সংবিধান সংশোধন করতে চাইলেই উচ্চকক্ষের ওপর নির্ভর করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা সাংবিধানিক রক্ষাকবচ হিসেবে কাজ করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন