সাংবিধানিক আদেশে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত

৩ সপ্তাহ আগে
সাংবিধানিক আদেশে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। আর এটিকে আরও শক্তিশালী করার জন্য গণভোটের দাবি জানিয়েছে দলটি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় শেষে এই তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।


তিনি বলেন, সনদ প্রণয়নে সবাই একমত। এর আইনি ভিত্তির বিকল্প নেই। সাংবিধানিক আদেশে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। তাহলে পরবর্তীতে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। এটিকে আরও শক্তিশালী করতে গণভোট আয়োজনের কথা বলেন তিনি।


সংস্কার, বিচার এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়ায় জামায়াত অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা দিয়েছে বলে জানান তিনি।


কেউ জুলাই সনদ না মানলে নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণার প্রস্তাব করেছে জামায়াত। এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে হামিদুর রহমান আজাদ বলেন, জামায়াত আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই রাজনীতি করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে মেনে নিয়েই জামায়াত রাজনীতি করছে। ৭১ না মানলে বাংলাদেশকে অস্বীকার হয়।  ২৪কে না মানলেও ভবিষ্যতে রাজনীতি করা কঠিন।

 

আরও পড়ুন: পিআরসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের


ঐক্যমত্য কমিশনের আজকের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়া এখনো ঠিক করতে পারেনি কমিশন। এরইমধ্যে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দিয়েছে ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন। এসব বিষয় নিয়ে সবশেষ গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে কমিশন। ওই দিনের আলোচনার সূত্র ধরেই এদিনে আলোচনা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন