সর্বদলীয় সংলাপ শেষে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ

২ সপ্তাহ আগে
জুলাই ঘোষণাপত্রে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ থেকে মুক্তিযুদ্ধসহ গত ১৫ বছরে যত আন্দোলন; সবকিছুই সংক্ষেপে উল্লেখ করার প্রস্তাব দিয়েছেন এবি (আমার বাংলাদেশ) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে সর্বদলীয় সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

উপকরণ, প্রক্রিয়া ও কাঠামোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবি পার্টির এই নেতা।

 

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ এসেছে; সংবিধান সংস্কার কমিশন কিংবা অন্য কোনো কমিশন ঘোষণাপত্রের দায়িত্ব নিয়ে দলগুলোর মতামত সরকারের কাছে প্রস্তাবনা দেবে। পরে তা জানানো হবে জাতির উদ্দেশে।

 

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঘোষণাপত্রটি সাইজে ছোট হওয়া দরকার। এতে সবার ঐক্যমতে পৌঁছাতে সুবিধা। কারণ বড় ডকুমেন্টে দ্বিমতের সুযোগ বেশি রয়েছে। ঘোষণাপত্রের ভাষা, বাক্য, শব্দ কী রকম হওয়া উচিত তা এবি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে বলেও জানান তিনি। 

 

সংলাপে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন ও সদস্য সচিব আখতার হোসেন অংশ নেন।

 

আরও পড়ুন: জুলাই ঘোষণাপত্র নিয়ে সবাই একমত, তবে তাড়াহুড়ো নয়: গোলাম পরওয়ার

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরিফ সোহেল ও প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্রসংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদুল ইসলাম খান, খেলাফত মজলিশের সেক্রেটারি জেনারেল আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

 

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

 

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানে ১৪৬ শিশু ও নারী শহীদ হয়েছেন: উপদেষ্টা শারমীন

 

এ নিয়ে ৩০ ডিসেম্বর রাতে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যে রাত পৌনে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়।

 

সবশেষ গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে সর্বদলীয় বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক ঢাকা হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন