সবুজ দলকে হারাল জ্যোতির লাল দল

১৬ ঘন্টা আগে
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির আগে নিজেদের মধ্যে টুর্নামেন্ট খেলে ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ নারী দল। উইমেন্স চ্যালেঞ্জ কাপের সেই ম্যাচে বাংলাদেশ নারী সবুজ দলকে ৩২ রানে হারিয়েছে বাংলাদেশ নারী লাল দল।

সোমবার (১৮ আগস্ট) বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে আগে ফিল্ডিং নেয় সবুজ দল। ব্যাটিংয়ে নেমে লাল দল তোলে ১৪৪ রানের পুঁজি। দলের হয়ে ১৩১ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়া, ৩৯ বলে ২২ রান করেন ফাহিমা খাতুন। ১২ বলে ১০ রান করেছেন হাবিবা ইসলাম পিংকি।


বল হাতে সবুজ দলের হয়ে ২টি করে উইকেট নেন স্বর্ণা আক্তার এবং নাহিদা আক্তার।


আরও পড়ুন: অনূর্ধ্ব-১৫ দলের ছেলেদের সঙ্গে খেলে বিশ্বকাপ প্রস্তুতি নেবেন নিগার সুলতানারা 


জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি সবুজ দল। ইনিংস সর্বোচ্চ ৭৮ বলে ৩০ রানের ইনিংস খেলেন ফারজানা হক পিংকি। বাকিদের মধ্যে ৪৭ বলে ২০ রান আসে অধিনায়ক নাহিদা আক্তারের ব্যাট থেকে। আর কেউ ২০ রানও করতে পারেননি।


আফিয়া আসিমা ইরা ৩৮ বলে ১৯ রান করেছেন। ১৪ বলে ১৩ রানের ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। একের পর এক উইকেট হারিয়ে ১১২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ নারী সবুজ দলের ইনিংস। ৩২ রানের জয় পায় লাল দল।


লাল দলের হয়ে ফাহিমা খাতুন এবং মারুফা আক্তার ৪টি করে উইকেট নেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন