শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
কামরুজ্জামান মজুমদার বলেন, ইংরেজি নববর্ষ উদযাপনের সময় রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫ টা পর্যন্ত আতশবাজি ও পটকা ফুটানো হলেও দূষণের মাত্রা সবচেয়ে বেশি থাকে ১২ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।
আরও পড়ুন: ইংরেজি নববর্ষে আতশবাজি-পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান
দূষণ সৃষ্টিকারী আতশবাজি ও ফানুসের আমদানি, বিক্রয় ও সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শব্দ দূষণ বিধিমালা ২০০৬ এর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
দূষণ নির্ধারণ ও তার প্রভাব কমানোর জন্য গবেষণায় আরও বেশি তহবিল বরাদ্দেরও দাবি জানান বাপার এই যুগ্ম সম্পাদক। তিনি বলেন, নববর্ষ উদযাপনের সময় পশুপাখির নিরাপত্তার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।
]]>