দেখে নিন সেই পরিবর্তনগুলো-
১. রক্তচাপ ও হার্টের কর্মক্ষমতা উন্নত হয়: সকালে হাঁটলে রক্ত সঞ্চালন বাড়ে, হৃদপিণ্ড মজবুত হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। নিয়মিত হাঁটার অভ্যাস হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
২. মস্তিষ্ক সতেজ ও মনোযোগ বাড়ায়: সকালের শীতল বাতাস ও অক্সিজেন মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায়। ফলে মন ভালো থাকে, কাজের প্রতি মনোযোগ ও স্মৃতিশক্তি উভয়ই উন্নত হয়।
আরও পড়ুন: হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়
৩. বিপাকক্রিয়া দ্রুত হয় ও ওজন কমে: খালি পেটে হালকা হাঁটা শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়া বাড়ায়। নিয়মিত করলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং শক্তি বৃদ্ধি পায়।
৪. ঘুমের মান উন্নত হয়: সকালে আলো ও বাতাসের সংস্পর্শে আসা শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখে। ফলে রাতে ঘুম গভীর ও আরামদায়ক হয়।
আরও পড়ুন: লাল চা নাকি দুধ চা, কোনটি খেলে কী হয়?
৫. মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়ে: হাঁটার সময় শরীর থেকে “এন্ডরফিন” নামক সুখ হরমোন নিঃসৃত হয়। এটি স্ট্রেস কমায়, মন ভালো করে এবং সারাদিনের কর্মউদ্যম বাড়ায়।