সকালে বিটরুটের জুস খেলে শরীরে ঘটবে জাদুকরী পরিবর্তন

১ সপ্তাহে আগে
বিটরুটের জুস খালি পেটে খেলে শরীরে কিছু উপকারের পাশাপাশি কিছু সতর্কতাও আছে। দেখে নিন সকালে খালি পেটে বিটরুটের জুস খেলে আপনার শরীরে কী কী পরিবর্তন ঘটবে।

দেখুন উপকারিতা-

 

১. রক্তশূন্যতা দূর করতে সহায়ক: বিটে প্রচুর আয়রন ও ফলেট থাকে, যা হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে।


২. রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে: বিটরুটে থাকা নাইট্রেট শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়ে রক্তনালী শিথিল করে।


৩. হজমপ্রক্রিয়া সচল করে: ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হজম শক্তি বাড়াতে পারে।


৪. শরীরকে ডিটক্সে সাহায্য করে: লিভারের কার্যকারিতা বাড়াতে বিটের এনজাইম উপকারী হতে পারে।


৫. এনার্জি ও স্ট্যামিনা বাড়ায়: অনেকেই ওয়ার্কআউটের আগে বিটরুট জুস নিয়ে থাকেন সহনশক্তি বৃদ্ধির জন্য।

 

আরও পড়ুন: শরবতে চিনি মেশালে কী ঘটে শরীরে?


রয়েছে সতর্কতাও

 

১. পেটের অস্বস্তি হতে পারে: খালি পেটে হঠাৎ বেশি পরিমাণে বিটরুটের জুস গ্যাস, পেট ব্যথা বা ডায়রিয়া তৈরি করতে পারে।


২. ব্লাড সুগার বাড়তে পারে: বিটে প্রাকৃতিক চিনি থাকায় ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি।


৩. কিডনিতে পাথরের ঝুঁকি: বিটে অক্সালেট বেশি—যাদের কিডনি স্টোনের সমস্যা আছে তারা সাবধানে খাবেন।

 

আরও পড়ুন: হার্টের অসুখ থাকলে ডার্ক চকলেট কতটা উপকারী?

 

]]>
সম্পূর্ণ পড়ুন