শুক্রবার (২৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানা পুলিশের একটি বিশেষ দল সুবর্ণচরের মোহাম্মদপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় পুলিশের একটি টিম একটি সন্দেহজনক ট্রলারকে থামিয়ে তল্লাশি করে। তল্লাশির পর ট্রলারটি থেকে আনুমানিক ৪০০ বস্তা সরকারি ভর্তুকি মূল্যের ইউরিয়া সার উদ্ধার করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এ বিষয়ে সাংবাদিকদের জানান, পাচারকারীরা অবৈধভাবে সরকারি সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নদীপথে পাচার করছিল। তিনি আরও জানান, আটককৃত সার ও ট্রলারটি জব্দ করা হয়েছে, এবং ট্রলারের চালক ও লেবারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·