এশিয়ান কাপ বাছাইপর্বের হংকং বিপক্ষে হোম ম্যাচে আগামী ৯ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ দল। ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে হংকং যাবেন ফুটবলাররা। এই দুই ম্যাচের জন্য সোমবার ঢাকায় নামেন হামজা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিল্টন এবং অন্যরা হামজাকে অভ্যর্থনা জানান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢুকে খুব বেশি বিশ্রাম নেননি তিনি।
ঢাকায় নেমে বাফুফের পাঠানো ভিডিও ক্লিপে হামজা বলেন, 'আসসালামু আলাইকুম। আমি নিরাপদে অবতরণ করেছি। ইনশাআল্লাহ, আমাদের একটি সফল ক্যাম্প হবে। ৯ তারিখে আমরা জাতীয় স্টেডিয়ামে হংকং, চায়নার মুখোমুখি হব। ইনশাআল্লাহ, আপনারা সবাই আমাদের সমর্থন করবেন।'
আরও পড়ুন: হংকংয়ের বিপক্ষে খেলতে দেশে আসলেন হামজা চৌধুরী
হংকংয়ের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, দুটিই এশিয়ান কাপ বাছাইয়ের। ৯ অক্টোবর আতিথ্য দিয়ে ১৪ অক্টোবর যাবে আতিথ্য নিতে। বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে হংকং। সমান পয়েন্ট নিয়ে ১ গোলে এগিয়ে থাকায় শীর্ষে সিঙ্গাপুর।
এদিকে বাংলাদেশের আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম এখনও আসেননি। তার আসার কথা রয়েছে আগামীকাল (মঙ্গলবার)। কানাডার লিগে খেলা এই ফুটবলারের বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল গত জুনে সিঙ্গারপুরের বিপক্ষে ম্যাচে। দেশের হয়ে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছেন তিনি।