সংস্কারবিহীন নির্বাচন মানে আরেকটি ফ্যাসিবাদ কায়েম করা: মুনিরা

১ দিন আগে
সংস্কারবিহীন নির্বাচন মানে আরেকটি ফ্যাসিবাদ কায়েম করা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

বুধবার (২ এপ্রিল) বিকেলেন নওগাঁর পত্নীতলা উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পত্নীতলা শাখার আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ‘জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

 

মনিরা শারমিন বলেন, ‘দেশের মানুষ আগে বিচার ও সংস্কার চায়, পরে নির্বাচন চায়। দেশের আপামর জনসাধারণ সকলেই হাসিনার বিচার চায়। যারা কেবল নির্বাচন চায়, তারা সংস্কার চায় না, তারা বিচারের কথা বলে না। নির্বাচন আমরা সবাই চাই। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেে নির্বাচনটাই একমাত্র গণতন্ত্র না।’ 

আরও পড়ুন: ইলেকশন লাগবই, ইলেকশন দিয়া যাইতে হইব: ফজলুর রহমান

তিনি বলেন, ‘অভ্যুত্থানের আগে সব দলের নির্বাচন চাওয়া এবং অভ্যুত্থানের পরে সংস্কারবিহীন নির্বাচন চাওয়া কিন্তু একরকম নয়। সংস্কারবিহীন নির্বাচন মানে আরও একটি ফ্যাসিবাদ কায়েম করা, আরও একটি ফ্যাসিবাদের উত্থান হওয়া।’ 


 অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির নওগাঁ জেলা সংগঠক ইমরুল আফিয়ার পরাগ, বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম, জুলাই আন্দোলনে শহীদ ফাহমিদ এর মা, ইসলামী আন্দলন পত্নীতলা থানা শাখার সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন, সমাজসেবক ডা. আবু ওবায়দা, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী মো. আতিকুর রহমান, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান, সমাজসেবক ও সংগঠক হাবিব সাত্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারুফ মোস্তফা, মোক্তারুল ইসলাম, রোভার স্কাউটের মাসুমুল হক সিয়াম, জামায়াত নেতা আক্তার ফারুক, নওগাঁ জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার মাসরুর নাফি প্রমুখ।


 

]]>
সম্পূর্ণ পড়ুন