বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল পরবর্তী সমাবেশে এ কথা বলেন তিনি।
একের পর এক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে উল্লেখ করে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, সংস্কার সংস্কার বলে কিছু এনজিওকর্মী গণতন্ত্রপন্থী দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।
এ সময় ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, একটি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এর আগে টিএসসি থেকে মশাল মিছিল শুরু হয়ে হল পাড়া ঘুরে আবারও টিএসসি প্রাঙ্গণে এসে শেষ হয়।
আরও পড়ুন: যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, ছাত্রদল নেতার বিচারের দাবিতে বিক্ষোভ
]]>