সংগীত ও সিনেমা প্রোগ্রাম বাড়ানোর নির্দেশনা সৌদি শুরা কাউন্সিলের

৩ সপ্তাহ আগে
সৌদি আরবে সংগীত, সিনেমা, থিয়েটার ও অভিনয় বিষয়ক অ্যাকাডেমিক পোগ্রাম বাড়াতে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির শুরা কাউন্সিল। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক কমিশনগুলোকে আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা দেয়ারও আহ্বান জানিয়েছে তারা।

গত সোমবার (১৪ জুলাই) এক নিয়মিত বৈঠকে শুরা কাউন্সিল জাদুঘর কমিশনগুলোকে জাতীয় জাদুঘরের প্রদর্শনীগুলো আরও উন্নত করা এবং নতুন নতুন নির্দশন যোগ করার নির্দেশনা দেয়। 

 

এছাড়া কাউন্সিল স্কুলগুলোতে থিয়েটার (মঞ্চ) কার্যক্রম ফেরানো এবং স্থানীয় থিয়েটারগুলোতে গতিশীলতা আনতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াবে বলে জানিয়েছে।

 

আরও পড়ুন: গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও ২১ জনের মৃত্যু

 

সৌদির শুরা কাউন্সিল হলো দেশটির সরকারি উপদেষ্টা পরিষদ। তারা বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। কাউন্সিল সরকারি খাতে আরও বেশ কিছু সুপারিশ করেছে।

 

এর মধ্যে তারা ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথ প্রমোশনকে সরকারি ও বেসরকারি মানসিক স্বাস্থ্য প্রদানকারীদের স্বীকৃতি প্রদান এবং মনস্তাত্ত্বিক পরামর্শ অ্যাপগুলো পর্যবেক্ষণ করার জন্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্বে স্কুল স্বাস্থ্য সচেতনতা প্রচেষ্টাকে সমর্থন করার জন্য একটি ঐক্যবদ্ধ জাতীয় কাঠামো প্রতিষ্ঠা করতে বলেছে।

 

তথ্যসূত্র: সৌদি গেজেট 

]]>
সম্পূর্ণ পড়ুন