সোমবার (৬ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক এ তথ্য নিশ্চিত করেন।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো আব্দুল রকিব, নাঈম খান ও ইমানী মিয়া।
প্রধান শিক্ষক বলেন, সম্প্রতি টিফিন পিরিয়ডে শ্রেণিকক্ষে নেচেগেয়ে টিকটক ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় কয়েকজন শিক্ষার্থী। মেয়ে শিক্ষার্থীদের অজান্তেই তাদের ভিডিওতে যুক্ত করা হয়।
আরও পড়ুন: পালাতে গিয়ে ৪ তলায় এসির আউটডোরে আটকা মাদ্রাসা শিক্ষার্থী, অতঃপর...
তিনি আরও বলেন, ৪ অক্টোবর ভিডিওটি নজরে এলে তিন জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে এসে উপযুক্ত ব্যাখ্যা দিতে পারলে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হতে পারে। ব্যর্থ হলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হবে। ঘটনার পর বিদ্যালয়ে এক বৈঠকে শ্রেণিকক্ষে মোবাইল ফোন আনা নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে কারও হাতে মোবাইল ধরা পড়লে নেয়া হবে কঠোর ব্যবস্থা।