সোমবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বেলা সাড়ে ১১টা দিকে শুরু হয় ১৫তম দিনের এই সাক্ষ্য গ্রহণ।
সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। শেখ হাসিনাসহ এ মামলায় অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী গাজী এম এইচ তামিম এ তথ্য জানান।
২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এরইমধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রসিকিউশন বলছে, আর কয়েকজনের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে এ মাসেই শেষ হবে এ অধ্যায়।
এদিন শেখ হাসিনার এ মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেয়ার দিন ধার্য ছিল। ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে এদিন সোমবার দিন ধার্য করা হয়েছে বলেও জানান প্রসিকিউশন।
এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন গাজী এম এইচ তামিম।
এদিকে ২০১৬ সালে যশোরে ২ শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেফতার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
]]>