শেখ হাসিনাকে পাঠানোর আবেদন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত: বিক্রম মিশ্রি

৪ দিন আগে
শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ ভারত সরকার যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৬ অক্টোবর) দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।  

 

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয় যে- দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাধা হিসেবে রয়েছে, এমন বিষয়ে জানতে চাওয়া হলে বিক্রম মিশ্রি বলেন, এটা বিচারিক ও আইনি প্রক্রিয়া। এক্ষেত্রে দুদেশের সরকারের মধ্যে আলোচনা ও মতবিনিময় প্রয়োজন। এটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়ে কাজ করার প্রতীক্ষায় আছি। এই মুহূর্তে এই বিষয়ে আর কিছু বলা গঠনমূলক হবে বলে আমি মনে করছি না।

 

আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসনে ভারত চেষ্টা করছে, বাংলাদেশের মানুষের এমন ‘ধারণার’ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমরা কেবল বাংলাদেশে খুব দ্রুত একটা নির্বাচন, ম্যান্ডেট দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের মতপ্রকাশের এবং তাদের সরকার নির্বাচনের পক্ষে। আমরা সরকারের সঙ্গে কাজ করব। আমরা সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমি মনে করি না, এ বিষয়ে এর বেশি কিছু বলার আছে।

 

আরও পড়ুন: অন্যের ওপর দায় চাপানোর স্বভাব আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের: ভারত 

 

এ সময় তিনি আরও বলেন, জনগণের ভোটে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত সরকার। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন হবে, সেটাই ভালো হবে বলেও মনে করেন ভারতের পররাষ্ট্র সচিব।

]]>
সম্পূর্ণ পড়ুন