একই সঙ্গে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্তসহ অন্যান্য বাণিজ্য-সম্পর্কিত ব্যবস্থা নেয়ার কথাও ঘোষণা করেছে দেশটি।
চীন সরকার জানিয়েছে, তারা কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫% শুল্ক আরোপ করবে। সেই সঙ্গে অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির উপর ১০% শুল্ক আরোপ করবে।
আরও পড়ুন:অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু করলো যুক্তরাষ্ট্র
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বৃদ্ধি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে ব্যর্থতাই নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করেছে।’
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর যে ১০% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন তা মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা। যদিও ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন।
এদিকে মঙ্গলবার চীনের বাজার নিয়ন্ত্রণ বিষয়ক রাজ্য প্রশাসন জানিয়েছে, তারা গুগলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের সন্দেহে তদন্ত করছে।
আরও পড়ুন:কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প, চীনকে ছাড়লেন না
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
]]>