শিশু সাদাব হত্যার বিচারের দাবিতে রেলপথ অবরোধ, আড়াই ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল

১ সপ্তাহে আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু সাদাব হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ।

পরে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতারে প্রশাসনের আশ্বাসে আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নিলে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩ টায় রেলযোগাযোগ সচল হয়।

 

এর আগে, দুপুর সাড়ে ১২ টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকে এই বিক্ষোভ ও অবরোধ করা হয়।

 

আরও পড়ুন: ময়মনসিংহে শিক্ষার্থী খলিল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

 

গত ১১ জুলাই দুপুরে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকা থেকে নিখোঁজ হয় ৪ বছর বয়সী সাদাব হোসেন নামের এক শিশু।

 

নিখোঁজের চারদিন পর ১৫ জুলাই একটি পুকুরে ওই শিশুর অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। শিশুটিকে হত্যা করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা হয়।

 

আরও পড়ুন:  ময়মনসিংহে পুলিশের ওপর হামলায় আহত ২, আটক ১০

 

নিহত সাদাব হোসেন জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। শিশুটি মায়ের সঙ্গে গফরগাঁওয়ের পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানা বাড়িতে থাকত। 

]]>
সম্পূর্ণ পড়ুন