ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, ৬০ কোটি রুপি জালিয়াতির মামলায় ফেঁসেছেন শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্র। আর সে কারণেই অভিনেত্রীর রেকর্ড বয়ান করতে সোমবার (৬ অক্টোবর) বাড়িতে হাজির হন মুম্বাই পুলিশের ইকোনোমিক অফেন্স উইং (ইওডব্লিউ)।
জিজ্ঞাসাবাদে শিল্পা তার বিজ্ঞাপন কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেনের বিষয়ে পুলিশকে বিস্তারিত তথ্য দেন। শিল্পার দেয়া বেশ কয়েকটি নথিপত্র এরইমধ্যে যাচাই করতে শুরু করেছে তদন্ত কমিটি।
আরও পড়ুন: রাজ কুন্দ্রা-শিল্পা শেঠির বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি!
আর্থিক জালিয়াতির মামলায় গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা শিল্পার স্বামী রাজ কুন্দ্রের বয়ান রেকর্ড করে। নতুন খবর, রাজের বয়ান সন্তুষ্টজনক না হওয়ায় আরও এক দফা জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীর স্বামীকে।
আরও পড়ুন: স্বর্ণ পাচারের দায়ে অভিনেত্রীর জেল-জরিমানা!
ব্যবসায়ী দীপক কোঠারির দায়ের করা মামলায় দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখে এ তারকা দম্পতি। দুই সেলিব্রেটির বিরুদ্ধে দীপকের অভিযোগ, শিল্পা এবং রাজ তার সঙ্গে ৬০ কোটি রুপির বেশি অর্থ প্রতারণা করার ষড়যন্ত্র করেছিলেন। ব্যবসায়ীর দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালে ব্যবসা সম্প্রসারণের নামে নেয়া তার অর্থ ব্যক্তিগত খরচে নষ্ট করেছেন শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্র।
]]>