জানা যায়, মামুনুর রশীদকে শিল্পকলার মঞ্চে অভিনয় না করার অনুরোধ করেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
কারণ হিসেবে সৈয়দ জামিল সংবাদমাধ্যমে বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘রাজাকার’ প্রসঙ্গে কিছু বলেছিলেন মামুনুর রশীদ। এ নিয়ে মানুষের ক্ষোভ, কষ্ট আছে। শিল্পকলার মঞ্চে তাই মামুনুর রশীদের উপস্থিতি সে ক্ষোভ আরও বাড়াতে পারে। তাই ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনীতে তাকে অভিনয় না করার অনুরোধ জানাই।’
এ প্রসঙ্গে সময় সংবাদের সঙ্গে মামুনুর রশীদের কথা হলে তিনি বলেন, ‘আমি নতুন করে আর কিছুই বলতে চাই না। সংবাদমাধ্যমে এ নিয়ে অনেক নিউজ প্রকাশ পেয়েছে দেখলাম।’
শিল্পকলার মঞ্চে অভিনয় না করার প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ এই স্লোগান দেয়া উচিত হয়নি বলে বিবৃতি দিয়েছিলাম। এতে আমাকে বিপ্লবী-বিরোধী বলে আখ্যা দেয়া হয়েছে। ওই বিবৃতিতে কী অপরাধ আছে?’
‘ছাত্র-জনতার বিপ্লবের সময় ছাত্রদের ওপর পুলিশ গুলি চালিয়েছিল, তখর এর প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছি। ছাত্র হত্যাকাণ্ডের বিরুদ্ধে মিছিল করেছি। তাহলে আমার অপরাধ কোথায়?’, যোগ করেন তিনি।
আরও পড়ুন: পরিচালকরা এক দিক দিয়ে খুব অসহায়: মামুনুর রশীদ
মামুনুর রশীদ আরও বলেন,
আমার কোনো অপরাধ নেই, অথচ আমাকে অভিনয় করতে দেবে না। আসলে দেশে এমন একটা সময় চলছে যে, একটি মহল শিল্পসাহিত্য-সংস্কৃতি বন্ধ হয়ে যাক সেটাই চাচ্ছে।
শিল্পকলায় নাটক প্রদর্শন প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, “আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, ‘রাঢ়াঙ’ আমরা করব না, ‘কম্পানি’ও করব না। চলুক যত দিন এই ব্যবস্থা চলে।”
আরও পড়ুন: আমি শিল্পীদের মধ্যে স্পষ্ট বিভাজন লক্ষ্য করছি: মামুনুর রশীদ
শিল্পকলার মঞ্চে মামুনুর রশীদ নাটকে অভিনয় করলেই হামলার আশঙ্কা রয়েছে- সময় সংবাদ শিল্পকলার মহাপরিচালকের এমন মন্তব্যের ব্যাখ্যা মামুনুর রশীদের কাছে জানতে চাইলে একটু ক্ষোভ প্রকাশ করেই তিনি বলেন, ‘আমি কি মঞ্চে প্রথমবার অভিনয় করছি?’
শিল্পকলার কাছে প্রশ্ন রেখে অভিনেতা বলেন,
সম্প্রতি শিল্পকলা একাডেমিতে ‘ময়ূর সিংহাসন’ নাটকে অভিনয় করেছি, মহিলা সমিতির মঞ্চেও অভিনয় করেছি, তাতেও কোনো সমস্যা হয়নি। তাহলে অসুবিধার জায়গাটা কোথায়?
]]>