শিবরামপুরে নৌকা বাইচে উপচে পড়া ভিড়, মার্টিন ভূইয়া চ্যাম্পিয়ন

৩ দিন আগে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শিবরামপুরে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। রবিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর বাজার সংলগ্ন খালে এ আয়োজন করে এলাকাবাসী।

চূড়ান্ত পর্বে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয় ‘মার্টিন ভূইয়া’ নামের ছিপ নৌকা। রানারআপ হয় ‘শেখ খোকন’ নামক আরেকটি ছিপ নৌকা। এ সময় খালপাড়জুড়ে হাজার হাজার নারী-পুরুষ দর্শনার্থীর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নৌকা বাইচ দেখতে স্থানীয় শিবরামপুর হাট এলাকায় প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে।


এ প্রতিযোগিতায় অংশ নেয় কৈলার ‘তুফান মেইল’, ‘মামা-ভাগিনা’, ‘আলমপুর-২’, ‘রাঢ়িখাল এক্সপ্রেস-২’, ‘দিহাদ-জারা’, ‘পানি রাজ’সহ বেশ কয়েকটি বিশাল ছিপ ও কোষা নৌকা। মাঝি-মাল্লাদের বৈঠার টানে ও বাদ্যযন্ত্রের তালে তালে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


বাইচ শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী নৌকার মাঝি-মাল্লাদের হাতে ফ্রিজ, টেলিভিশনসহ একাধিক পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির আমন্ত্রিত অতিথিরা।


আরও পড়ুন: আড়িয়াল খাঁ নদে ভেলা বাইচ, দর্শকদের উচ্ছ্বাস


স্থানীয়রা জানান, বহু বছর ধরেই শিবরামপুরে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এটি এখানকার একটি ঐতিহ্য ও আনন্দঘন মিলনমেলা।

]]>
সম্পূর্ণ পড়ুন