মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ছাত্র ইউনিয়নের নেতারা এ স্মারকলিপি দেন।
নেতারা জানান, দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ ব্রজমোহন কলেজ দীর্ঘদিন ধরে নানা সংকটে জর্জরিত। এসব সংকট শিক্ষার পরিবেশ ব্যাহত করছে।
তারা উল্লেখ করেন, সেশন ফি-এর পূর্ণাঙ্গ রশিদ শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে না, দীর্ঘদিন ধরে কলেজ অডিটোরিয়াম ও ক্যান্টিন বন্ধ রয়েছে, এবং চিকিৎসকের সাইনবোর্ড থাকলেও কোনো চিকিৎসক নেই। লাইব্রেরিতে হাজারো বই অযত্নে নষ্ট হচ্ছে, যা দ্রুত পাঠোপযোগী করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে।
বর্ষাকালে ক্যাম্পাসে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। এছাড়া, ৭টি হলের অধিকাংশই বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্বও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লিখা ব্যানার টানালেন তিতুমীরের শিক্ষার্থীরা
ছাত্র ইউনিয়নের ব্রজমোহন কলেজ সংসদের সাধারণ সম্পাদক সুজয় সরকার বলেন, বিগত প্রশাসনের নির্লিপ্ততা শিক্ষার্থীদের হতাশ করেছে। নতুন প্রশাসনের কাছে আমরা আশা করছি, তারা সংবেদনশীলতার সঙ্গে এই সংকটগুলো দ্রুত সমাধানে উদ্যোগী হবেন। অন্যথায়, শিক্ষার্থীরা তাদের চিরায়ত পন্থায় দাবি আদায়ে বাধ্য হবে।