শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

১ সপ্তাহে আগে
সম্প্রতি দেশে বেশ কয়েকটি ভয়াবহ আগুন লাগার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

নির্দেশনায় সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নিদুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।


রোববার (১৯ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।


অধিদফতরের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব অধিদফতর, দফতর, অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে নিজ নিজ রুমের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার অবশ্যই বন্ধ করতে হবে। পাশাপাশি এয়ার কন্ডিশনার (AC)-এর প্লাগ খুলে রাখা নিশ্চিত করতেও বলা হয়েছে।
 

আরও পড়ুন: ৫ শতাংশ হারে শিক্ষক-কর্মচারীদের কার বাড়িভাড়া ভাতা কত


মাউশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অফিস ত্যাগের আগে এসব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সতর্কতামূলক ভূমিকা পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।


এই নির্দেশনাটি সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, গত ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনে ১৬ জনের মৃত্যু হয়। ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি কারখানায় আগুন লাগে। সবশেষ শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন