শিক্ষকদের দাবি পূরণ করতে না পারলে ক্ষমতা ছাড়ুন: সাদিক কায়েম

২ সপ্তাহ আগে
বাড়িভাড়া বাড়ানোসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ডাকসু ভিপি শহীদ মিনারে যান।

 

এ সময় শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে সাদিক কায়েম বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ইনসাফভিত্তিক ন্যায়সঙ্গত বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার এই স্পিরিটে গঠিত হলেও তাদের কার্যক্রমে এখন সেই মনোভাব দেখা যাচ্ছে না।’

 

তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিন। না হলে যে ঝড় বইবে, তা আপনারা সামলাতে পারবেন না।’

 

সাদিক বলেন, শিক্ষকদের নায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। জুলাইয়ের পরেও তাদের বেতন-ভাতার বৈষম্য দূর হয়নি। উল্টো ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।

 

তিনি উপদেষ্টাদের উদ্দেশে বলেন, দাবি পূরণ না করতে পারলে সরকারের ক্ষমতায় থাকার দরকার নেই।

 

তবে সারাদেশের শিক্ষার্থীরা শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে পাশে থাকবে বলে ঘোষণা দেন তিনি।

 

আরও পড়ুন: আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

 

এদিকে বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে টানা অষ্টম দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষকরা।

 

তবে সরকার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধিতে সম্মত হয়েছে। এটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে অর্থ বিভাগ। কিন্তু এ আদেশ জারির পর, তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

 

এরই অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর) শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষকরা। এছাড়া বিকেলে শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিল করেন আন্দোলনরত শিক্ষকরা। দাবির বিষয়ে বিস্তারিত জানাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও বৈঠক করেছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা। বৈঠকে বিএনপি মহাসচিব ক্ষমতায় গেলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণে অগ্রাধিকার দেয়া হবে বলে আশ্বাস দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন